ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বুড়িগঙ্গায় বর্জ্য না ফেলা হয় সেজন্য ব্যবস্থা নেওয়ার সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, জুলাই ২১, ২০২২
বুড়িগঙ্গায় বর্জ্য না ফেলা হয় সেজন্য ব্যবস্থা নেওয়ার সুপারিশ

ঢাকা: বুড়িগঙ্গা নদীর তলদেশের বর্জ্য অপসারণ এবং যাতে বর্জ্য না ফেলা হয় সেজন্য ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বৃহস্পতিবার (২১ জুলাই) জাতীয় সংসদের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে ৷ 

কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তমের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল ও এস এম শাহজাদা অংশ নেন।

বৈঠকে জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বিক কার্যক্রম এবং বর্তমানে এর সমস্যা ও সমাধান সম্পর্কে বিস্তারিত আলোচন অনুষ্ঠিত হয়।

বৈঠকে এই অঞ্চলে ব্রিটিশ আমলে যেসব নদী ছিল এবং বর্তমানে যেসব নদী আছে তার একটি তালিকা প্রদানের সুপারিশ করা হয়।

কমিটি প্রাথমিক পর্যায়ে বুড়িগঙ্গা নদীর তলদেশের বর্জ্য অপসারণ এবং যাতে বর্জ্য না ফেলা হয় সেলক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।

বৈঠকে নদী, খাল-বিল, জলাশয় দূষণরোধে শিক্ষা-কার্যক্রমে জনসচেতনতামূলক প্রবন্ধ সংযুক্তকরণ, বিদ্যালয়ের শিক্ষার্থীদের পানি দূষণের বিভিন্ন ধরন সম্পর্কে হাতে-কলমে অবহিতকরণ এবং এসব বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য পরামর্শ দেওয়া হয়।

বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুলাই ২১, ২০২২
এসকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ