ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনা সংক্রমণ রোধে রোল মডেল চাঁপাইনবাবগঞ্জ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, জুলাই ২০, ২০২২
করোনা সংক্রমণ রোধে রোল মডেল চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ: করোনাভাইরাসের সংক্রমণ রোধে রোল মডেল হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। গত বছর ২০২১ সালে এ কাজে গুরুত্বপূর্ণ অবদানের জন্য চাঁপাইনবাবগঞ্জের সাবেক জেলা প্রশাসক (বর্তমানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক) মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, সবেক সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলামকে যৌথভাবে জনপ্রশাসন পদকে ভূষিত করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বর্তমান জেলা প্রশাসক (ডিসি) এ কে এম গালিভ খান।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জের সাবেক ডিসি মঞ্জুরুল হাফিজ জানান, পদকের খবরে তিনি আনন্দিত।  

এ স্বীকৃতিকে চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীর উদ্দেশে উৎসর্গ করে তিনি বলেন, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, সাংবাদিক, সুশীল সমাজসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা করোনা প্রতিরোধ করতে পেরেছিলাম। আগামী ২৩ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদক দেবেন। এরপরই আমি চাঁপাইনবাবগঞ্জে আসব।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, জুলাই ২০, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।