ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কল রেডীর ৭ মার্চ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৭ ঘণ্টা, মার্চ ৮, ২০১২
কল রেডীর ৭ মার্চ

ঢাকা: ১৯৭১ সাল, ৭ মার্চ। রেসকোর্স ময়দান।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘কল রেডী’র মাইকে ভাষণ দিয়েছিলেন। ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম...। ’

বঙ্গবন্ধুর সেই ভাষণেই বাঙালি জাতি স্বাধীনতার ইঙ্গিত পেয়েছিল। যার মধ্য দিয়ে নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে সৃষ্টি হয়েছিল স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।

২০১২ সাল, ৭ মার্চ। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের চল্লিশ বছর পর তারই তনয়া শেখ হাসিনা বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে ভাষণ দিলেন সেই ‘কল রেডী’র মাইকে।

এবারের ৭ মার্চ বিশেষ তাৎপর্য পূর্ণ এ কারণে যে, স্বাধীনতার চল্লিশ বছর উদযাপন উপলক্ষে একটু ভিন্ন আঙ্গিকে পালন করার উদ্দেশ্য। আওয়ামী লীগ এজন্য ব্যাপক কর্মসূচি হাতে নেয়।

সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রীর ভাষণের সেই মঞ্চের পিছনে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের সময় ধারণকৃত সাদাকালো ছবি সম্বলিত ব্যানার। সেখানে লাখো জনতার মাঝে ভাষণ দিচ্ছেন বঙ্গবন্ধু।

বঙ্গবন্ধু ভাষণ ছিল দেশ স্বাধীন করার, আর শেখ হাসিনা দিলেন দেশকে রাজাকার মুক্ত করার। তিনি বললেন, ‘মার্চে বাংলার মাটিতে রাজাকারদের ঠাঁই নাই। ’

বাঙালি জাতির ঐতিহাসিক সেই দিনের স্মৃতির সামনে দাঁড়িয়ে হাত উচু করে ভাষণ দিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। হাজার হাজার জনতা হাত নাড়িয়ে জবাব দেয় প্রধানমন্ত্রীর বক্তব্যের।

বাংলাদেশ সময়: ০২১৩ ঘণ্টা, মার্চ ০৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।