ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

২০ হাজার চারা বিতরণ করল শরণার্থী বিষয়ক টাস্কফোর্স

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০২২
২০ হাজার চারা বিতরণ করল শরণার্থী বিষয়ক টাস্কফোর্স

খাগড়াছড়ি: উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের উদ্যোগে খাগড়াছড়িতে ২০ হাজার চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (১৮ জুলাই) সকালে টাস্কফোর্স কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের নির্বাহী কর্মকর্তা রাশেদুল হক, পার্বত্য চট্টগ্রাম জুম্ম শরণার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সন্তোসিত চাকমা বকুল, বনায়ন সমাজিক কর্মসূচির ডিভিশনাল ম্যানেজার মো. আশিকুল হক, রিজোনাল ম্যানেজার মো. নূরু আলম, এরিয়া ম্যানেজার মো. কামাল হোসেনসহ পার্বত্য চট্টগ্রাম জুম্ম শরনার্থী কল্যাণ সমিতির সদস্যরা।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দিন দিন নির্বিচারে গাছ কাটার ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে ভবিষ্যত হুমকির মুখে পড়ছে। আগামী প্রজন্মের জন্য বনাঞ্চল সৃষ্টি ও বন সম্প্রসারণের দিকে মনযোগ দিতে হবে বলে তিনি মন্তব্য করেন।

পরে উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স অফিস ভবনের পাশে অর্জুন চারা রোপণ করেন প্রধান অতিথি।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জুলাই ১৮, ২০২২
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।