ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

ঘাটাইলে দুই দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ স্কুলছাত্রীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০২২
ঘাটাইলে দুই দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ স্কুলছাত্রীর

টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঝুনকাইল গ্রামে খালার বাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ সপ্তম শ্রেণির ছাত্রীর খোঁজ মেলেনি দুই দিনেও। এ ঘটনায় শনিবার (১৬ জুলাই) তার মা বাদী হয়ে ঘাটাইল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ওই স্কুলছাত্রী পার্শ্ববর্তী ভূঞাপুর উপজেলার বাগবাড়ী খুপিবাড়ী এলাকার বাসিন্দা।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেলে ওই ছাত্রী তার খালার সঙ্গে ঝুনকাইল গ্রামে বেড়াতে যায়। পরদিন শুক্রবার (১৫ জুলাই) রাতে খালা বাড়িতে ঘুমানোর পর গভীর রাতে নিখোঁজ হয় ওই কিশোরী। পরে শনিবার ওই ছাত্রীর মা বাদী হয়ে ঘাটাইল থানায় একটি লিখিত অভিযোগ করেন। এতে তিনি অভিযোগ করেন, ঝুনকাইল গ্রামের হারুন নামের এক ছেলে তার মেয়েকে স্কুলে যাওয়া আসার পথে ইভটিজিং করতো।

ঘাটাইল থানার এএসআই সাজ্জাদ হোসেন বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার বলেন, অভিযোগ পেয়েছি। ওই ছাত্রীকে উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।