ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

৩ দাবিতে পদ্মা সেতুর জাজিরার টোল প্লাজায় মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, জুলাই ১২, ২০২২
৩ দাবিতে পদ্মা সেতুর জাজিরার টোল প্লাজায় মানববন্ধন

শরীয়তপুর: শরীয়তপুর থেকে পদ্মা সেতু পর্যন্ত সড়কটি চার লেন, টোলের টাকা কমানো, টোল প্লাজার নাম পরিবর্তনসহ তিন দাবিতে মানববন্ধন করেছেন শরীয়তপুরের কয়েকশ’ মানুষ।  

মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে পদ্মা সেতুর জাজিরা টোল প্লাজার সামনে এ মানববন্ধন হয়।

প্ল্যাকার্ডে ‘নাওডোবা প্লাজা দেখতে চাই’, ‘রাস্তাঘাট কালভার্ট চাই’, ‘ভালোবাসার মূল্যায়ন চাই’, ‘শরীয়তপুরের উন্নয়ন চাই’সহ বিভিন্ন দাবি তুলে ধরেন মানববন্ধনকারীরা।

এসময় তারা বলেন, ‘আমরা পদ্মাপারের মানুষ, বাপ-দাদার ভিটামাটি ছেড়েছি পদ্মা সেতুর জন্য। এ সেতু পার হয়ে বিভিন্ন জেলার মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারলেও আমাদের উপকার হচ্ছে না। কারণ আমাদের রাস্তা সরু হওয়ায় পদ্মা সেতু পার হয়ে জেলা শহরে যেতে দুই থেকে তিন ঘণ্টা সময় বেশি লাগছে। এছাড়া পদ্মা সেতু দিয়ে ঢাকা যেতে যে গাড়ি ভাড়া ধরা হয়েছে, তা অনেক বেশি। পাশাপাশি চার লেনের রাস্তার কাজ দ্রুত সময়ের মধ্যে করা হোক।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, জুলাই ১২, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।