ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নারায়ণগঞ্জের ৪১০০ মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, জুলাই ১০, ২০২২
নারায়ণগঞ্জের ৪১০০ মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ: এবার ঈদুল আজহায় নারায়ণগঞ্জ জেলায় ৪১০০ মসজিদ এবং ২০টির মতো ঈদগাহে প্রায় ৫ হাজার ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন মসজিদ ও ঈদগাহে হয়েছে একাধিক ঈদ জামাত।

রোববার (১০ জুলাই) নারায়ণগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এবার জেলায় প্রায় ৪১০০ মসজিদে স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। অনেকে স্বাস্থ্যবিধি উপেক্ষা করেছেন। তবে, আমাদের নির্দেশনা ছিল স্বাস্থ্যবিধি মানার। এর মধ্যে বড় বড় মসজিদগুলোতে হয়েছে একাধিক ঈদ জামাত।
 
জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. মহিউদ্দিন জানান, কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায় প্রধান জামাত ও পরে সাড়ে ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া জেলার সব মসজিদ ও ঈদগাহে সাড়ে ৮টার মধ্যেই ঈদের জামাতগুলো অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯০২ ঘণ্টা, জুলাই ১০, ২০২২
এমআরপি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।