ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

তেঁতুলিয়ায় ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, জুলাই ৯, ২০২২
তেঁতুলিয়ায় ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু 

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় সুমি আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (০৯ জুলাই) রাতে উপজেলার তিরনইহাট ইউনিয়নের দৌলতপাড়া এলাকায় হাফেজিয়া মাদ্রাসার সামনে বাংলাবান্ধা-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু সুমি একই এলাবার নাজমুল ইসলামের মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির পাশে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক শিশুটিকে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয়রা শিশুটিকে রাস্তায় পড়ে থাকতে দেখে দ্রুত আহত অবস্থায় তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম খাঁন শিশু সুমির নিহতের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরেই ঘাতক ইজিবাইকটি পালিয়ে যায়। এদিকে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, জুলাই ০৯, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।