ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

১৮তম মৃত্যুবার্ষিকী আজ

সাংবাদিক বালু হত্যার পুনঃতদন্ত দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, জুন ২৭, ২০২২
সাংবাদিক বালু হত্যার পুনঃতদন্ত দাবি

খুলনা: একুশে পদকপ্রাপ্ত নির্ভীক সাংবাদিক, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জন্মভূমির সম্পাদক হুমায়ুন কবীর বালুর ১৮তম মৃত্যুবার্ষিকী সোমবার (২৭ জুন)। এ উপলক্ষে এদিন দুপুরে খুলনা প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এক স্মরণসভা ও দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়েছে।

স্মরণসভায় বক্তারা সাংবাদিক হুমায়ুন কবীর বালু হত্যা মামলার পুনঃতদন্ত দাবি করে এ হত্যাকাণ্ডের মোটিভ, পরিকল্পনাকারী, অর্থযোগানদাতা ও গডফাদারের পরিচয় উন্মোচন করতে সরকারের কাছে আহ্বান জানান। এ নৃশংস হত্যাকাণ্ডে সঙ্গে জড়িত সবার উচ্চ আদালতে সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্ব ও ক্লাবের যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্নার সঞ্চালনায় স্মরণসভায় বক্তৃতা করেন সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু ও ফারুক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মো. সাহেব আলী ও মল্লিক সুধাংশু, সিনিয়র সহ-সভাপতি এস এম সাহিদ হোসেন, সহ-সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, সহকারী সম্পাদক এ এইচ এম শামিমুজ্জামান, নির্বাহী সদস্য সোহরাব হোসেন, ক্লাব সদস্য মো. হুমায়ুন কবীর, রকিব উদ্দিন পান্নু, আসাদুজ্জামান রিয়াজ, ক্লাবের অস্থায়ী সদস্য এস এম ইয়াসীন আরাফাত রুমী প্রমুখ।

স্মরণসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলনে ক্লাবের সহ-সভাপতি মো. জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল ও সুনীল কুমার দাস, ক্লাব সদস্য মো. আমিরুল ইসলাম, হারুন-অর-রশীদ, দেবব্রত রায়, শেখ আব্দুল্লাহ, ওয়াহেদ-উজ-জামান বুলু, শেখ শামসুদ্দীন দোহা,  শেখ আব্দুল হামিদ, এজাজ আলী ও দীলিপ কুমার বর্মন, অস্থায়ী সদস্য রীতা রানী দাস, শশাংক স্বর্ণকার, প্রবীর কুমার বিশ্বাস, কাজী ফজলে রাব্বী শান্ত, হাসান আল মামুন, তিতাস চক্রবর্তী, নাজমুল হক পাপ্পু, মো. সোহেল রানা, মিলন হোসেন, তুফান গাইন প্রমুখ।

এর আগে সদস্যরা ক্লাব চত্বরে অবস্থিত শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া স্মরণসভার শুরুতে সাংবাদিক হুমায়ুন কবীর বালুসহ নিহত সব সাংবাদিকদের আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন ও  পরে দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ২০০৪ সালের ২৭ জুন নগরীর শান্তিধাম মোড়ে নিজ কার্যালয়ের সামনে সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হন হুমায়ুন কবীর বালু। আহত হন তার বড় ছেলে আসিফ কবীর। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক ধারায় দুটি মামলা হয়।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জুন ২৭ , ২০২২
এমআরএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।