ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পদ্মা সেতু উদ্বোধনের আনন্দ ছড়িয়েছে খাগড়াছড়িতেও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, জুন ২৫, ২০২২
পদ্মা সেতু উদ্বোধনের আনন্দ ছড়িয়েছে খাগড়াছড়িতেও

খাগড়াছড়ি: পদ্মা সেতু উদ্বোধনের আনন্দ ছড়িয়ে পড়েছে পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও। এ উপলক্ষে খাগড়াছড়ি সরকারি হাই স্কুল মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় আনন্দ উৎসবের।

শনিবার (২৫ জুন) সকাল থেকেই জেলার শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনায় মুখর করে তোলেন। এ সময় পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেখানো হয়।

এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের সাধারণ মানুষ যোগ দেন। এছাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলে দলে অংশ নেন।

এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার আব্দুল আজিজ, পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী ও মং সার্কেলের রাজা সাচিংপ্রু চৌধুরী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জুন ২৫, ২০২২
এডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।