ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পটুয়াখালীতে পদ্মা সেতুর রেপ্লিকা

জহিরুল ইসলাম, ডিস্ট্রিক্ট করেসপনন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, জুন ২৪, ২০২২
পটুয়াখালীতে পদ্মা সেতুর রেপ্লিকা

পটুয়াখালী: পদ্মা সেতু উদ্বোধনকে কেন্দ্র করে পটুয়াখালীতে জেলা প্রশাসন, পৌরসভা ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

জেলা পর্যায়ে আনন্দ ভাগাভাগি করতে শহরের সার্কিট হাউজ পুকুরে বানানো হয়েছে পদ্মা সেতুর রেপ্লিকা।

টানা ছয়দিন ধরে জেলা প্রশাসনের উদ্যোগে এই সেতুর রেপ্লিকা নির্মাণ করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের তত্ত্বাবধায়নে কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

এদিকে পদ্মা সেতু উদ্বোধনকে কেন্দ্র করে জেলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালাসহ সব দিকে নজর রেখেছে জেলা পুলিশ। এছাড়াও শহরের ঝাউতলায় আয়োজন করা হয়েছে তিন দিনের রাজধানী থেকে কুয়াকাটা পর্যন্ত ফেরি যুগের অবসানে মুক্তির উৎসবে ওপেন কনসার্টের।

এই আয়োজনে ২৬ তারিখ সন্ধ্যায় জনপ্রিয় কণ্ঠশিল্পী ঐশী ও তার দল অংশগ্রহণের কথা রয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন এলাকার জনপ্রিয় কণ্ঠশিল্পী ও কলাকৌশলীরাও অংশগ্রহণ করবেন।

সরকারি ঘোষণা মোতাবেক সব জেলায় একযোগে উৎসব অনুষ্ঠানের ধারাবাহিকতায় ২৫ জুন সকালে থাকছে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন।

পটুয়াখালী জেলা প্রশাসন এবং পৌরসভার যৌথ এই আয়োজনে হাজারো মানুষ অংশ নেবেন বলে প্রত্যাশা আয়োজকদের।
এদিকে পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে পটুয়াখালী থেকে ৯টি ডাবল ডেকের বিলাসবহুল লঞ্চে ২০ হাজার নেতাকর্মী যোগ দেবেন।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, জুন ২৪, ২০২২
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।