ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পেলেন সিরাজগঞ্জের বানভাসিরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, জুন ২৪, ২০২২
প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পেলেন সিরাজগঞ্জের বানভাসিরা

সিরাজগঞ্জ: প্রধানমন্ত্রীর দেওয়া ত্রাণ সহায়তা পেলেন সিরাজগঞ্জের বানভাসিরা।  শুক্রবার (২৪ জুন) সকালে যমুনা চরের ইউনিয়ন কাওয়াকোলায় বানভাসি ৫শ পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা দেওয়া হয়।

 

সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রমের সূচনা করেন উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন। এ সময় কাওয়াকোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়া মুন্সী, থানা আওয়ামী লীগ নেতা সৈয়দ বেলাল হোসেনসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।  

কাওয়াকোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়া মুন্সী বলেন, চলতি বন্যায় কাওয়াকোলা ইউনিয়নের গ্রামগুলো প্লাবিত হয়েছে। অসংখ্য মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এসব বানভাসি মানুষের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া ১০ কেজি করে চাল ৫শ পরিবারের মধ্যে বিতরণ করা হলো।  

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, জুন ২৪, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।