ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বিভিন্ন সংগঠনের ক্রিয়া-প্রতিক্রিয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, জুন ২৪, ২০২২
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বিভিন্ন সংগঠনের ক্রিয়া-প্রতিক্রিয়া ছবি: শাকিল

ঢাকা: আগামী শনিবার (২৫ জুন) উদ্বোধন হচ্ছে স্বপ্নের পদ্মা সেতুর। ৬.১৫ কিলোমিটারের এ সেতুর উদ্বোধন ঘিরে নানা আয়োজন হাতে নেওয়া হয়েছে।

শেষ নেই জল্পনা-কল্পনারও। এর মধ্যেই উদ্বোধনকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেছে বিভিন্ন সংগঠন। আবার প্রতিক্রিয়াও জানাচ্ছে বিভিন্ন সংগঠন।

শুক্রবার (২৪ জুন) পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ‘পদ্মা সেতুর বিজয়গাঁথা ইতিহাসের বিস্ময়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে রাজধানীর গুলিস্তান থেকে প্রেসক্লাব পর্যন্ত আনন্দ র‍্যালি করেছে ঢাকাস্থ শরীয়তপুর সমিতি। আনন্দ র‍্যালিতে ঢাকাস্থ শরীয়তপুর জেলার বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য ও নেতাকর্মীরা অংশ নেন।

এতে উপস্থিত ছিলেন শরীয়তপুর সমিতি, ঢাকার সভাপতি আনিস উদ্দিন মিঞা। র‍্যালি পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল বাসার মিয়া।

পরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতুর মতো একটি প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়েছে। এর জন্য প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই।

একই দিনে জাতীয় প্রেসক্লাবের সামনে পদ্মা সেতুর উদ্বোধনী উৎসব বাতিল করার দাবিতে মানববন্ধন করেছে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি ও সিপিবির (এম) সদস্যরা। একইসঙ্গে সিলেট, সুনামগঞ্জ এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা দিয়ে পর্যাপ্ত ত্রাণ দেওয়ার দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুন ২৪, ২০২২
এমকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।