ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শৈলকূপা উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ৩১ জুলাই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, জুন ২৩, ২০২২
শৈলকূপা উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ৩১ জুলাই

ঢাকা: আগামী ৩১ জুলাই ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৩ জুন) এ উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২ জুলাই, মনোনয়নপত্র যাচাই-বাছাই ৩ জুলাই। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ৫ ও ৬ জুলাই। ৭ জুলাই হবে আপিল নিষ্পত্তি।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৩ জুলাই। প্রতীক বরাদ্দ ১৪ জুলাই। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩১ জুলাই।

এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

ইসির নির্বাচন পরিচালনা শাখা-২ এর উপ-সচিব মো. আতিয়ার রহমান নির্বাচন সংক্রান্ত একটি নির্দেশনাও পাঠিয়েছেন রিটার্নিং কর্মকর্তাকে।

এতে বলা হয়েছে- ৩১ জুলাই ২০২২ (রোববার) ভোটগ্রহণের দিন নির্ধারণকরতঃ ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলা পরিষদের চেয়ারম্যানের শূন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।  

৩১ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে বিরতিহীনভাবে ভোট নেওয়া হবে।

এছাড়া স্বাস্থ্যবিধি প্রতিপালনের মাধ্যমে জনস্বাস্থ্য নিশ্চিত করে নির্বাচনি প্রচারণা, ভোটগ্রহণ ও নির্বাচনি অন্যান্য কার্যক্রম পরিচালনার নির্দেশনা দিয়েছেন কমিশন।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, জুন ২৩, ২০২২
ইইউডি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।