ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঝিনাইদহে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, জুন ২২, ২০২২
ঝিনাইদহে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঝিনাইদহ: ঝিনাইদহে ফ্যামিলি কার্ডের মাধ্যমে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। বুধবার (২২ জুন) সকালে শহরের নতুন হাটখোলা এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, জন প্রতিনিধি, ডিলারসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানায়, সারাদেশের মতো ঝিনাইদহেও বুধবার থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ৫ জুলাই পর্যন্ত। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জেলার ৬ উপজেলায় ৪০ জন ডিলারের মাধ্যমে ১ লাখ ২০ হাজার ১৩৩টি পরিবারের কাছে কম দামে পণ্য বিক্রি করা হবে। প্রতিবার ২২০ টাকায় ২ লিটার সয়াবিন, ৫৫ টাকায় ১ কেজি চিনি ও ১৩০ টাকায় ২ কেজি মসুরের ডাল পাবেন।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুন ২২, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।