ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাবুগঞ্জে কাভার্ডভ্যান চাপায় সমবায় কর্মকর্তার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, জুন ২২, ২০২২
বাবুগঞ্জে কাভার্ডভ্যান চাপায় সমবায় কর্মকর্তার মৃত্যু প্রতীকী ছবি

বরিশাল: বরিশালের বাবুগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় মো. ইউনুস শেখ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ইউনুস মুলাদী উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক ছিলেন।

বুধবার (২২ জুন) সকালে বাবুগঞ্জের পাংশা এলাকার বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ইউনুস সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের মগড়পাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, ইউনুস সকাল ৯টার দিকে বাসা থেকে রওনা দিয়ে কর্মস্থল মুলাদীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমথ্যে ঘটনাস্থলে আসলে ফ্রেশ কোম্পানির একটি কাভার্ডভ্যান তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এ সময় পরিস্থিতি বেগতিক দেখে চালক কাভার্ডভ্যানটি রাস্তায় ফেলে পালিয়ে যায়।

বরিশাল মেট্রোপলিটনের বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ হালদার বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম সমবায় কর্মকর্তার মরদেহটি উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠায়। পাশাপাশি ফ্রেশ কোম্পানির কাভার্ডভ্যানটি জব্দ করে থানায় নিয়ে আসে।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় চালককে অভিযুক্ত করে একটি মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জুন ২২, ২০২২
এমএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।