ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পঞ্চগড়ে তৃতীয় ধাপে টিসিবির পণ্য বিতরণ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, জুন ২২, ২০২২
পঞ্চগড়ে তৃতীয় ধাপে টিসিবির পণ্য বিতরণ শুরু

পঞ্চগড়: আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পঞ্চগড়ে তৃতীয় ধাপে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২২ জুন) দুপুরের দিকে পঞ্চগড় চিনিকল মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এর আয়োজন করে পঞ্চগড় জেলা প্রশাসন ও পঞ্চগড় পৌরসভা।  

পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) জহুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে কার্যক্রমের উদ্বোধন করেন। এর পরই লাইনে দাঁড়িয়ে কার্ডধারীরা টিসিবির পণ্য কেনা শুরু করেন।  

উদ্বোধনকালে অতিরিক্ত পুলিশ সুপার এসএম সফিকুল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুল হক উপস্থিত ছিলেন।

ডিসি জহুরুল ইসলাম বাংলানিউজকে বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জেলার মোট ৬৯ হাজার ৭৫ জনকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিতরণ করা হবে। প্রতিটি প্যাকেজ ৪০৫ টাকা মূল্য নিধারণ করা হয়েছে। এর মধ্যে ১ কেজি চিনি ৫৫ টাকা, মশুর ডাউল ২ কেজি ১৩০ টাকা ও ২ লিটার সয়াবিন তেল ২২০ টাকা মূল্য ধরা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জুন ২২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।