ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরার নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, জুন ২২, ২০২২
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরার নির্দেশ

ঢাকা: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।  

ফের করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে মঙ্গলবার (২১ জুন) সব সংস্থার প্রধানকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

 

এতে বলা হয়, এখন করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব অনুবিভাগ প্রধান এবং অধীন দপ্তর/সংস্থার প্রধানরাকে তার আওতাধীন কর্মকর্তা/কর্মচারীদের মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

উপ সচিব মো. এনামুল হকের সই করা নির্দেশনা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সব সংস্থা প্রধানের কাছে পাঠিয়ে নির্দেশনা বাস্তবায়নের জন্য বলা হয়েছে।  

গত কয়েকদিন ধরে সংক্রমণ বেড়ে গেছে।  সবশেষ মঙ্গলবার ৮শ ৮৩ জনের সংক্রমণের খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, জুন ২২, ২০২২
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।