ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাইসমিল ধসে নিখোঁজ শ্রমিকের মরদেহ মিলল মেঘনায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, জুন ২১, ২০২২
রাইসমিল ধসে নিখোঁজ শ্রমিকের মরদেহ মিলল মেঘনায়

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় রাইসমিল ধসে মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হওয়া শ্রমিক শরীফের (৩৫) মরদেহ উদ্ধার করেছে স্থানীয় ডুবুরি দল।  

মঙ্গলবার (২১ জুন) দুপুরে ভৈরব বাজারের বাগান বাড়ির কাছে মেঘনা নদীতে তার মরদেহ পাওয়া যায়।

 

উদ্ধার হওয়া নিহত শরীফ হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বাসিন্দা।  

এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন আরেক রাইসমিল শ্রমিক মোস্তাক (২৮)। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলায়।  

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (১৯ জুন) ভৈরব বাজার বাগান বাড়ি সংলগ্ন রাইসমিল ধসে মেঘনা নদীতে পড়ে যায়। এসময় নিখোঁজ হন রাইসমিলে থাকা শ্রমিক শরীফ ও মোস্তাক। পরে ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি দল অনেক চেষ্টা করেও নিখোঁজ দু’জনকে পায়নি। এরপর মঙ্গলবার (২১ জুন) সকালে স্থানীয় একটি ডুবুরি দল ৮০ হাজার টাকার বিনিময়ে উদ্ধার অভিযান শুরু করে। দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে মেঘনা নদীতে পানির নিচে মাটি চাপা পড়া অবস্থায় শরীফের মরদেহ পান ডুবুরিরা। এখনো অপর নিখোঁজ শ্রমিক মোস্তাককে উদ্ধার করতে পারেননি তারা।  

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, জুন ২১, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।