ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বন্যা কবলিত এলাকায় ভোটার হালনাগাদ স্থগিত

সিনিয়র করেসপেন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, জুন ২১, ২০২২
বন্যা কবলিত এলাকায় ভোটার হালনাগাদ স্থগিত

ঢাকা: বন্যা কবলিত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম স্থগিত রাখার জন্য সংশ্লিষ্ট সকল আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির সহকারী সচিব মো. মোশাররফ হোসেন মঙ্গলবার (২১ জুন) নির্দেশনাটি মাঠ পর্যায়ে পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে, যে সকল উপজেলা/থানায় আকষ্মিক বন্যায় প্লাবিত হয়েছে/প্লাবিত হবে, সে সকল উপজেলা/থানার ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির তথ্য সংগ্রহ ও নিবন্ধন কেন্দ্রে নিবন্ধন কার্য স্থগিত রাখতে হবে। পরবর্তী অবস্থায় বন্যা কবলিত উপজেলা/থানায় বন্যার উন্নতি হলে কার্যক্রম শুরু করার বিষয়ে স্থানীয়ভাবে গণবিজ্ঞপ্তি জারি করত: প্রচারণার মাধ্যমে জনগণ এবং নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিত করতে হবে।

গত ২০ মে থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন, যা চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। এক্ষেত্রে চার ধাপে কার্যক্রমে সম্পন্ন করা হবে। বর্তমানে দু’টি ধাপে ২৮০টি উপজেলায় কার্যক্রম হাতে নিয়েছে ইসি।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, জুন ২১, ২০২২
ইইউডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।