ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

উল্লাপাড়ায় বানের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, জুন ২১, ২০২২
উল্লাপাড়ায় বানের পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বানের পানিতে ডুবে আকাশ নামে (৫) একটি শিশুর মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (২১ জুন) বিকেলে উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের পশ্চিম কৃষ্টপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

আকাশ ওই গ্রামের শরিফুল ইসলামের ছেলে। সে গয়হাট্টা পশ্চিম কষ্টপুর সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র ছিল।

পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আছাব হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে স্কুল থেকে ফেরার পর বাড়িতে এসে সমবসয়ী শিশুদের সঙ্গে খেলছিল আকাশ। খেলা শেষে বিকেলের দিকে বাড়ির পাশে কুশলাই নদীতে (ছোট খাল) আসা বানের পানিতে সবাই গোসল করতে নামে। এরপর সে বানের পানিতে তলিয়ে যায়। পরে তার সঙ্গে থাকা শিশুরা বাড়িতে এসে জানালে সবাই খোঁজ করতে থাকে। একপর্যায়ে স্বজনরা শিশুটিকে পানি থেকে উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জুন ২১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।