ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পুঠিয়ায় মহাসড়কে ট্রাক-লেগুনার সংঘর্ষ, নিহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, জুন ২১, ২০২২
পুঠিয়ায় মহাসড়কে ট্রাক-লেগুনার সংঘর্ষ, নিহত ২

রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলায় মালবাহী ট্রাক-লেগুনা সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১২ জন।

মঙ্গলবার (২১ জুন) বিকেলে রাজশাহী-ঢাকা মহাসড়কে মুখোমুখী এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে ঘটনাস্থলেই লেগুনাচালক নিহত হন। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পর সেখান আরও একজনের মৃত্যু হয়। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ১২ যাত্রী। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

নিহতরা হলেন- রাজশাহীর পুঠিয়া উপজেলার ভালুকগাছি ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মুনসুর রহমানের ছেলে লেগুনাচালক শামসুজ্জামান (৩৫) ও যাত্রী চারঘাট উপজেলা সদরের থানাপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে রাশেদুল ইসলাম (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে মালবোঝাই একটি ট্রাক রাজশাহী থেকে নাটোরের দিকে যাচ্ছিল। অপরদিকে যাত্রীবাহী লেগুনা নাটোর থেকে বানেশ্বরের দিকে যাচ্ছিল। পথে রাজশাহী-ঢাকা মহাসড়কের ঘোষপুকুরপাড়ে দুই যানবাহনের মুখোমুখী সংর্ঘষ হয়। এতে লেগুনাটি মুহূর্তের মধ্যেই দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ট্রাকচালক ও হেলপার নেমে কৌশলে পালিয়ে গেলেও লেগুনার চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। অন্য যাত্রীরা আহত হন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গাড়িতে তাদের হাসপাতালে পাঠানো হয়।

রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, রাশেদুল ইসলাম নামের একজন ঘটনাস্থলেই নিহত হন। অপর একজন যাত্রীকে রামেক হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে। আর বাকি ১২ জনের অবস্থাও গুরুতর। তাদের রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজশাহীর পবা হাইওয়ে পুলিশের (শিবপুর থানা) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাকারুল ইসলাম বলেন, ট্রাক-লেগুনা সংর্ঘষে দুইজন নিহত হয়েছেন। আর যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে ট্রাক-লেগুনা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে বলেও জানান এই পুলিশ কমকর্তা।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, জুন ২১, ২০২২
এসএস/এসএ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।