ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্য-চিকিৎসা দেবে গণস্বাস্থ্য কেন্দ্র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩২ ঘণ্টা, জুন ১৭, ২০২২
বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্য-চিকিৎসা দেবে গণস্বাস্থ্য কেন্দ্র ফাইল ফটো

ঢাকা: সিলেট এবং সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ১০০ টন শুকনো খাদ্য বিতরণ এবং চিকিৎসা সেবা প্রদান করবে গণস্বাস্থ্য কেন্দ্র।

শুক্রবার (১৭ জুন) গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু কর্তৃক এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার দুপরে ঢাকা থেকে জরুরি ভিত্তিতে ৫ টন চিড়া এবং ১টন গুড় সিলেট বিশ্বনাথ উপজেলার নওধার গণস্বাস্থ্য কেন্দ্র, সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার গণস্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালের আশপাশের গ্রামগুলোর মানুষের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি বন্যাকবলিত এলাকায় গণস্বাস্থ্য কেন্দ্রের ২ টি মেডিক্যাল টিম চিকিৎসা সেবা দিবে।

গণস্বাস্থ্য কেন্দ্র আগামী কয়েকদিন বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় পানি নেমে না যাওয়া পর্যন্ত ১০০ টন চিড়া-গুড়, বন-রুটি ও বিস্কুটসহ শুকনো খাদ্য বিতরণ করবে। পানি নেমে যাওয়ার পর গরীব অসহায় পরিবারদের পুনর্বাসনেও সহযোগিতা অব্যাহত রাখবে।

বাংলাদেশ সময়ঃ ২৩৩২ ঘণ্টা, জুন ১৭, ২০২২
আরকেআর/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।