ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

ইটনার হাওরে পানি বেড়ে তলিয়ে গেছে রাস্তা-বাড়িঘর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, জুন ১৭, ২০২২
ইটনার হাওরে পানি বেড়ে তলিয়ে গেছে রাস্তা-বাড়িঘর

কিশোরগঞ্জ: প্রবল বর্ষণে কিশোরগঞ্জের ইটনার হাওরে পানি বেড়ে বাড়ি-ঘরে পানি প্রবেশ শুরু করছে। পাশাপাশি গ্রামের ভেতর দিয়ে চলাচল করা কাঁচা রাস্তা ভেঙে গেছে।

ফলে রাস্তার পাশের পুকুরের মাছ ভেসে গেছে।  

জানা গেছে, কিশোরগঞ্জের হাওরের ইটনা উপজেলার লাইমপাশা গ্রামের মীরবাড়ির সামনের রাস্তা তলিয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার (১৬ জুন) ওই রাস্তা দিয়ে স্বাভাবিকভাবে যান চলাচল করছে। আজ শুক্রবার (১৭ জুন) রাস্তাটি পানিতে তলিয়ে গেছে। পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে করে ওই এলাকার মানুষ দুর্ভোগে পড়েছেন।  

স্থানীয় সমাজসেবক আলমগীর ফরিদ বাংলানিউজকে জানান, হাওরে প্রবল বৃষ্টিপাতে বন্যার উপক্রম হয়েছে। অনেক নতুন বাড়ি ঘর প্লাবিত হচ্ছে। লাইমপাশা গ্রামের মীরবাড়ির সামনের রাস্তা তলিয়ে গেছে। সব মিলিয়ে পানি বাড়ায় গ্রামের মানুষ দুর্ভোগে পড়েছেন।  

এদিকে একই উপজেলার নূরপুর গ্রামের মানুষের চলাচলের কাঁচা রাস্তাটি ভেঙে গেছে। এতে রাস্তার পাশের কয়েকটি পুকুরের মাছ ভেসে গেছে। লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। এসব পুকুরে প্রতি বছর মাছ চাষ করা হয়। রাস্তা ভেঙে যাওয়ায় এখন আর এইদিক দিয়ে কোনো মানুষ চলাচল করতে পারবেন না। লোকজনদের চলাচল করতে এখন নৌকা প্রয়োজন হবে।  

ওই এলাকার কলেজ ছাত্র মমিনুল ইসলাম ফয়সাল বাংলানিউজকে জানান, শুক্রবার (১৭ জুন) সকালে মাটির রাস্তা ভেঙে যাওয়ায় নুরপুর বানিহাঠি, পুরানহাঠি ও আখরা এলাকায় চলাচলকারী লোকজন বিপদে পড়েছেন। রাস্তাটি স্থায়ীভাবে মেরামত করলে পানি বাড়লেও রাস্তাটি ভাঙতো না। এলাকার মানুষজন খুব কষ্টে আছেন। ভেঙে যাওয়া রাস্তাটি দ্রুত ঠিক করার দাবি জানিয়েছেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জুন ১৭, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।