ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাড়ছে বন্যা, সিলেট-সুনামগঞ্জে নেমেছে সেনা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, জুন ১৭, ২০২২
বাড়ছে বন্যা, সিলেট-সুনামগঞ্জে নেমেছে সেনা

ঢাকা: সিলেট ও সুনামগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় সেখানকার দুর্গত মানুষকে উদ্ধার ও সহায়তা করতে সেনাবাহিনী নামানো হয়েছে।  

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সিলেট ও সুনামগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার পরিপ্রেক্ষিতে শুক্রবার (১৭ জুন) সিলেট জেলার সদর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ এবং সুনামগঞ্জ জেলার সদর, জামালগঞ্জ, দিরাই, দোয়ারাবাজার ও ছাতক এলাকায় সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে।

এছাড়া সুনামগঞ্জের খাদ্য গোডাউন রক্ষা ও সিলেটের কুমারগাঁও পাওয়ার স্টেশনে সেনা মোতায়েন করা হয়েছে।

আইএসপিআর জানায়, সেনা সদস্যদের পাঁচটি কাজ দেওয়া হয়েছে-

১. পানিবন্দি মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া।

২. বেসামরিক প্রশাসনের সহায়তায় অস্থায়ী আশ্রয় কেন্দ্র নির্বাচন ও উদ্ধারকৃত ব্যক্তিদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা।

৩. চিকিৎসা সহায়তা দেওয়া।

৪. খাদ্য গোডাউন, পাওয়ার স্টেশন ও অন্যান্য স্থাপনা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করা।

৫. সীমিত পরিসরে খাদ্য ও সুপেয় পানি সরবরাহ করা।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জুন ১৭, ২০২২
এমইউএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।