ঢাকা, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

ফরিদপুরে ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, জুন ১৬, ২০২২
ফরিদপুরে ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর জয়

ফরিদপুর: ফরিদপুরের মধুখালীর কামালদিয়া ও চরভদ্রাসনের ঝাউকান্দায় ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

বুধবার (১৫ জুন) উপজেলার এ দুই ইউনিয়ন পরিষদে ইউপি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ওয়ালিদ হাসান মামুন অটোরিক্সা প্রতীক নিয়ে তিন হাজার ৭৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের মো. হাবিবুল বাশার পেয়েছেন দুই হাজার ৭৯৬ ভোট।

এদিকে, ফরিদপুরে চরভদ্রাসন উপজেলার ঝাউকান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে এক হাজার ৪০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন বদরুজ্জামান মৃধা। তার নিকটমত প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের ফরহাদ হোসেন মৃধা পেয়েছেন এক হাজার ২৬১ ভোট। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এখানে নৌকার কোনো প্রার্থী ছিলেন না।

ফরিদপুরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান বাংলানিউজকে বলেন, সবার সহযোগিতায় সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পর্ন হয়েছে। যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে নির্বাচনী মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, জুন ১৬, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।