ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

শাহজালালে স্বর্ণসহ গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, জুন ১৫, ২০২২
শাহজালালে স্বর্ণসহ গ্রেফতার ২

ঢাকা: ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৬৪ গ্রাম স্বর্ণসহ দুই যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- কামাল উল্লাহ খান এবং মোহতাছিম মিয়া।

তারা শারজাহ থেকে বুধবার (১৫ জুন) জি৯৫১৬ নম্বর ফ্লাইটে করে ঢাকায় আসেন।

বিমানবন্দর সূত্র জানায়, তল্লাশি করে তাদের কাছ থেকে ৪৬৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২৯ লাখ টাকা।

অপরদিকে গত ১৩ জুন আনুমানিক ১০ লাখ টাকা মূল্যের স্বর্ণসহ সিংগাপুর থেকে আসা যাত্রী মো. রবিন মিয়াকে আটক করা হয়। সূত্রটি জানায়, তিনি বিএস-৩০৮ নম্বর ফ্লাইটে করে সিঙ্গাপুর থেকে ঢাকা আসেন।

গ্রেফতার এই যাত্রী অভিনব কায়দায় নেভিয়া ক্রিমের কৌটায় মোটরের মধ্যে ১৯৬ গ্রাম স্বর্ণ, ৯৮ গ্রাম অলংকারসহ মোট ২৯৪ গ্রাম স্বর্ণ ও নতুন ৩টি মোবাইল ফোন শুল্ক ফাঁকি দিয়ে আনার চেষ্টা করছিলেন।

তাদের সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, জুন ১৫, ২০২২
এসজেএ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।