ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

গাংনী সীমান্তে ৫ ককটেল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, জুন ১১, ২০২২
গাংনী সীমান্তে  ৫ ককটেল জব্দ ফাইল ছবি

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী খাসমহল গ্রাম থেকে পাঁচটি ককটেল জব্দ করেছে পুলিশ।

শনিবার (১১ জুন) দুপুরের দিকে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, ভারতীয় সীমান্তে আন্তর্জাতিক পিলার ১০৮/১ নম্বরের কাছে বাংলাদেশের অভ্যন্তরের একটি পুকুরের মধ্যে থেকে স্কসটেপ মোড়ানো পাঁচটি ককটেল জব্দ করে পুলিশ। শুক্রবার (১০ জুন) দিনগত (১০ জুন) রাত ১১টার দিকে ককটেলগুলো জব্দ করা হয়।

ওসি আব্দুর রাজ্জাক জানান, খাসমহল গ্রামের আব্দুল হান্নানের একটি পরিত্যক্ত পুকুরে লালটেপ মোড়ানো ককটেলগুলো প্রথমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা দেখে গাংনী থানায় খবর দেন। পরে ধলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আযম ও তার সঙ্গীয় ফোর্সসহ সেখানে থেকে ককটেল পাঁচটি জব্দ করে পানিভর্তি বালতিতে রাখা হয়। এলাকায় আতঙ্ক তৈরি করতে কোনো দুস্কৃতিকারীরা ককটেলগুলো রেখে গেছে বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জুন ১১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।