ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কানে হেডফোন, ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, জুন ১০, ২০২২
কানে হেডফোন, ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু প্রতীকী ছবি

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বক্তারপুর রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১০ জুন) সকাল ৭টাদ দিকে ওই এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইনে এ ঘটনা ঘটে।

নিহতের নাম পারভেজ হোসেন (২৫)। তাৎক্ষণিক তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

স্থানীয় ও রেলওয়ে পুলিশ জানায়, কালিয়াকৈর হাইটেক সিটির নোকিয়া মোবাইল কোম্পানির কর্মচারী ছিলেন পারভেজ হোসেন। সকালে তিনি কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে রেল লাইনের দিয়ে হেঁটে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে ঢাকাগামী কমিউটার ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জয়দেবপুর জংশন পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল্লাহ হিরো বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১১০৯, জুন ১০, ২০২২।  
আরএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।