ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, জুন ১০, ২০২২
বরিশালে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

বরিশাল: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বরিশালে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (০৯ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ১০ আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের এসআই মোহাম্মদ জোবায়েদ খান।

তিনি জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশালের সহকারি পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া ও সাকিয়া সুলতানার নেতৃত্বে অভিযানে বরিশাল নগরের কাউনিয়া থানা এলাকায় চাইনিজ রেস্টুরেন্ট, বিভিন্ন হোটেল, কারখানা ও স্টোর পরিদর্শন এবং তদারকিমূলক কার্যক্রম পরিচালনা করা হয।

এসময় শহিদ স্টোরের প্রোপাইটর মো. শহিদুল মল্লিককে ১ লাখ, মেসার্স গাইন স্টোরের প্রোপাইটর মোশারফ গাইনকে ৫ হাজার ও মুজাহিদ স্টোরের প্রোপাইটর মো. কামাল হাওলাদারকে ৩ হাজারসহ মোট ১ লাখ ৮ হাজার টাকা জরিমানা করা হয়। মূল্যের তালিকা প্রদর্শন না করা এবং পণ্যের নকল প্রস্তুত বা উৎপাদন করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৮ এবং ৫০ ধারা অনুযায়ী এসব জরিমানা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, জুন ১০, ২০২২
এমএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।