ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

মনোহরদীতে বজ্রপাতে বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, জুন ৯, ২০২২
মনোহরদীতে বজ্রপাতে বৃদ্ধার মৃত্যু ফাইল ছবি

নরসিংদী: নরসিংদীর মনোহরদীতে বজ্রপাতে রোকেয়া বেগম (৬৩) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার পুত্রবধূ খাদিজা বেগম (৩০)।

 

বৃহস্পতিবার (৯ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার শুকুন্দী ইউনিয়নের নারান্দী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রোকেয়া বেগম ওই গ্রামের মৃত শহিদুল্লাহর স্ত্রী।

স্থানীয়রা জানান, দুপুরে বৃষ্টির মধ্যে পুত্রবধূ খাদিজাকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে জমি থেকে ছাগল আনাতে যান রোকেয়া বেগম। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই বৃদ্ধার মৃত্যু হয় এবং আহত হন তার পুত্রবধূ। স্থানীয়রা খাদিজাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ ব্যাপারে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন বাংলানিউজকে বলেন, খোঁজ নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুন ০৯, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।