ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাল মজুতের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি রাজশাহী জেলা প্রশাসকের

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, জুন ৭, ২০২২
চাল মজুতের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি রাজশাহী জেলা প্রশাসকের

রাজশাহী: ভরা মৌসুমে কেউ চালের দাম বাড়ালে, অবৈধভাবে মজুত বা কৃত্রিম সংকট তৈরী করলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজশাহী জেলা প্রশাসক মো. আব্দুল জলিল।

মঙ্গলবার (৭ জুন) দুপুরে চালের অবৈধ মজুত বন্ধে মিল মালিক ও আড়তদারদের সঙ্গে জেলা প্রশাসকের সভা কক্ষে এক সভায় এ হুঁশিয়ারি দেন জেলা প্রশাসন।

 

রাজশাহী জেলা প্রশাসনের এই আলোচনা সভায় মিল মালিকরা ধানের দাম বাড়াকে চালের দাম বাড়ার অন্যতম কারণ হিসেবে জানান। একই সঙ্গে তাদের পক্ষে নানা যুক্তিও তুলে ধরেন।  

রাজশাহী জেলা প্রশাসক মো. আব্দুল জলিল বলেন, কোনোভাবেই ভরা মৌসুমে চালের কৃত্রিম সংকট তৈরী করা যাবে না। নিয়মের ব্যতয় ঘটিয়ে কেউ চাল মজুত করলে তাকে সর্ব্বোচ্চ শাস্তি দেওয়া হবে। এজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে চালের বাজার মনিটরিং করা হচ্ছে।  

সভায় বিভিন্ন আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চলের মজুত বন্ধে তাদের কার্যক্রম তুলে ধরেন। এছাড়া বাজারে চালের দাম নিয়ন্ত্রণের ব্যাপারে বিভিন্ন পরামর্শ দেন।  
 
সভায় চাল মিল মালিক ও আড়তদার ছাড়াও রাজশাহীর পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুন ০৭, ২০২২
এসএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।