ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিএনপির অবরোধের বিরুদ্ধে আ. লীগের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, জুন ৭, ২০২২
বিএনপির অবরোধের বিরুদ্ধে আ. লীগের বিক্ষোভ

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার বাসায় হামলা, গাড়ি ভাংচুর এবং নেতাকর্মীদের মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও ভাংচুরের প্রতিবাদে খাগড়াছড়ি জেলা বিএনপির ডাকা ২৪ ঘণ্টার সড়ক অবরোধ চলছে।

এ অবরোধের বিরোধিতা করে মঙ্গলবার (৭ জুন) খাগড়াছড়িসহ জেলার বিভিন্ন উপজেলায় বিক্ষোভ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অবরোধের কারণে দূর পাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জেলা শহর, শহরতলী এবং অভ্যন্তরীণ সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে এসেছে।

এদিকে বিএনপিকর্মীরা চোরাগোপ্তাভাবে পিকেটিং করলেও শহর ও শহরতলীতে পিকেটিং দেখা যায়নি।  

খাগড়াছড়িসহ জেলার বিভিন্ন উপজেলায় অবরোধ বিরোধী বিক্ষোভ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ৪ জুন সকালে জেলা বিএনপি সভাপতির বাড়ি ও গাড়িতে ভাংচুর করে দুর্বৃত্তরা। ওই ঘটনার বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগকে দায়ী করা হলেও দলটির নেতারা অভিযোগ অস্বীকার করেছেন।

 বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, জুন ০৭, ২০২২
এডি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।