ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

শেখ হাসিনার উদ্যোগে গণতন্ত্র সুসংহত হয়েছে: পলক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, জুন ৫, ২০২২
শেখ হাসিনার উদ্যোগে গণতন্ত্র সুসংহত হয়েছে: পলক

নাটোর: অবাধ তথ্য প্রবাহের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে দেশের গণতন্ত্র সুসংহত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।  

রোববার (৫ জুন) বেলা ১১টায় জেলা সার্কিট হাউজে নাটোর প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

 

অবাধ তথ্য প্রবাহের কারণে দেশের উন্নয়নে গতি বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়নে বিশ্ববাসী অভিভুত।

এসময় প্রতিমন্ত্রী পলক নাটোর প্রেস ক্লাবের নতুন কার্যালয় নির্মাণ কাজে ৫ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন। প্রেসক্লাবের কমপ্লেক্স নির্মাণ কাজে পদক্ষেপ নেওয়াসহ বাস্তবায়নে সব রকমের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবনের সভাপতিত্বে মতবিনিময়সভায় পলক বলেন, বর্তমান সরকার মিডিয়াবান্ধব হওয়ায় সাংবাদিকদের কল্যাণে করোনাকালীন প্রণোদনার আওতায় নিয়ে আসা হয়েছে। গণমাধ্যমগুলোর উন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে কল্যাণ ট্রাস্ট গঠন করেছে। বর্তমান সরকার ক্ষমতায় এসে অসংখ্য ইলেকট্রনিক্স মিডিয়াকে লাইসেন্স দিছে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শামীম আহমেদ। সভায় আরও বক্তব্য রাখেন, নাটোর প্রেসক্লাবের সাবেক সভাপতি রনেন রায় ও জালাল উদ্দিন, সিনিয়র সাংবাদিক ডেইলি অবজারভার প্রতিনিধি এসএম সেদরুল হুদা ডেভিড, নাটোর প্রেসক্লাবের সহ-সভাপতি দুলাল সরকার, যমুনা টেলিভিশনের নাজমুল হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, জুন ০৫, ২০২২
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।