ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে ডোবায় পড়েছিল চা দোকানির মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, জুন ৫, ২০২২
ময়মনসিংহে ডোবায় পড়েছিল চা দোকানির মরদেহ প্রতীকী ছবি

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর কাচারি ঘাটের অপরপ্রান্তে স্থানীয় ইসকন মন্দিরের পাশের একটি ডোবা থেকে খলিলুর রহমান (৪৫) নামে এক চা দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৫ জুন) দুপুর ১২টার দিকে ব্রহ্মপুত্র নদের পূর্ব পাশের ওই ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

খলিলুর জেলা সদর উপজেলার চর ঈশ্বরদিয়া পশ্চিমপাড়া গ্রামের নবীর উদ্দিনের ছেলে। তিনি ব্রহ্মপুত্র নদের কাচারি ঘাটের চা দোকানদার ছিলেন।  

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বাংলানিউজকে জানান, দোকানে বেচা-কেনা শেষে প্রতিদিন রাতে বাড়ি ফেরেন খলিলুর। তবে শনিবার (৪ জুন) রাতে দোকান শেষে তিনি বাড়ি ফেরেননি। সকালে ওই নদের পাশে একটি ডোবায় তার নিথর দেহ পড়ে থাকতে দেখে থানায়  খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খলিলুরের চোখের ওপরে আঘাতের একটি চিহ্ন দেখা গেছে। মর্গের রিপোর্ট দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, জুন ০৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।