ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কলাগাছ ধরে ২৪ ঘণ্টা ভেসে ছিলেন সাগরে

কুয়াকাটা সৈকতে নিখোঁজ, উদ্ধার চেন্নাইয়ে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, জুন ৪, ২০২২
কুয়াকাটা সৈকতে নিখোঁজ, উদ্ধার চেন্নাইয়ে নিখোঁজের আগে কুয়াকাটা সৈকতে বন্ধুদের সঙ্গে ফিরোজ শিকদার (গোল চিহ্নিত)

পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ পর্যটক ফিরোজ শিকদারের (২৭) সন্ধান পাওয়া গেছে।   নিখোঁজের ৭ দিন পর শনিবার (৪ জুন) দুপুরে তিনি ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাই থেকে ফোন দিয়েছেন বলে জানিয়েছেন তার বড় ভাই মাসুম সিকদার।

গত ২৭ মে দুপুরে বন্ধুদের সঙ্গে কুয়াকাটা সৈকতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হন ফিরোজ সিকাদর। তার বরাত দিয়ে ভাই মাসুম বলেন, সৈকতে গোসলে নামার পর ঢেউয়ের স্রোতে গভীর সাগরে ভেসে যান ফিরোজ। পরে সাগরে একটি কলাগাছে ২৪ ঘণ্টা ভাসার পর ভারতের জেলেরা তাকে উদ্ধার করে চেন্নাই প্রদেশে নিয়ে যায়। বর্তমানে তিনি ভারতীয় প্রশাসনের জিম্মায় রয়েছেন।

কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ জোনের সহকারী সুপার আবদুল খালেক জানান, বিষয়টি ফিরোজের ভাই নিশ্চিত করেছেন। আমরা খোঁজ খবর নিয়ে দেখছি।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, ৪ জুন, ২০২২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।