ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নেত্রকোনায় পানিতে ডুবে কিশোরীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, জুন ৪, ২০২২
নেত্রকোনায় পানিতে ডুবে কিশোরীর মৃত্যু প্রতীকী ছবি

নেত্রকোনা: নেত্রকোনা পৌরসভা শহরের রেল কলোনি এলাকায় পানিতে ডুবে সনজিতা রানী (১৪) নামে এক কিশোরীর মৃত্যুর খবর পাওয়া গেছে।  

শনিবার (৪ জুন) সকাল ৯টার দিকে পৌরসভা শহরের সাতপাই কবরস্থানের পেছনে রেল লাইন সংলগ্ন পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করে নিহতের পরিবার।

মৃত সনজিতা রানী রেল কলোনির বাসিন্দা সুধারঞ্জন ও নয়নলক্ষ্মী রানী দম্পত্তির মেয়ে। সে মৃগী রোগী ছিলেন স্থানীয়ভাবে জানা গেছে।

জানা গেছে, সনজিতা সকাল ৮টার দিকে ঘর থেকে বের হয়। সকাল ৯টার দিকে মৃতের ছোট তমা রানী কলোনির সন্নিকটে পুকুরে বড় বোনকে ভাসতে দেখে। বিষয়টি সে তার বাবা সুধারঞ্জনকে জানালে পুকুরটি মেয়েটির মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. শাকের আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুন ০৪, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।