ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

শ্রীবরদীতে গাছে ঝুলছিল কিশোরের মরদেহ

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, জুন ৪, ২০২২
শ্রীবরদীতে গাছে ঝুলছিল কিশোরের মরদেহ প্রতীকী ছবি

শেরপুর: শেরপুরের শ্রীবরদীতে গাছ থেকে এরশাদ (১৪) নামে এক কিশোরের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৪ জুন) ভোরের দিকে উপজেলার রাণী শিমুল গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এরশাদ ওই গ্রামের সামিউল হকের ছেলে।  

জানা গেছে, কয়েকদিন থেকে এরশাদ ও তার বড় ভাই জিয়াউল হকের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে দুই ভাইয়ের মধ্যে শুক্রবার (৩ জুন) দিনগত রাতে কথা কাটাকাটি হয়। পরে রাতের কোনো এক সময়ে বাড়ির পাশের একটি গাছের ডালে রশি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে এরশাদ। ভোরের দিকে পরিবারের লোকজন তাকে গাছের ডালে ঝুলতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বাংলানিউজকে বলেন, ময়নাতদন্তের জন্য উদ্ধার কিশোরের মরদেহ শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। আইনগত ব্যবস্থাও প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জুন ০৪, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।