ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

বিএসএফের পিটুনিতে বাংলাদেশি যুবক আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, জুন ৩, ২০২২
বিএসএফের পিটুনিতে বাংলাদেশি যুবক আহত

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর সীমান্তে বিএসএফের পিটুনিতে সাইদুল ইসলাম (২৬) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।  

শুক্রবার (৩ জুন) সকালে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি সীমান্তের ৯১৩/৬ সাব পিলারের কাছে এ ঘটনা ঘটে।

 

আহত সাইদুল ইসলাম চন্দ্রপুর ইউনিয়নেরর খামারভাতি গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

পারিবারিক ও সীমান্ত সূত্র জানায়, সকালে ভারতীয় চোরাকারবারিদের সহায়তায় ধানক্ষেত দিয়ে খামারভাতি সীমান্তের ৯১৩/৬ সাব পিলারের কাছাকাছি যান সাইদুল ইসলামসহ কয়েকজন যুবক। এ সময় ভারতীয়দের কাছ থেকে ফেন্সিডিল ও ইয়াবা পাচারের চেষ্টা করেন তারা। টের পেয়ে টহলরত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা তাদের ধাওয়া করে। সহযোগীরা পালাতে পারলেও সাইদুল ইসলামকে বিএসএফ সদস্যরা আটক করে পিটুনি দেয় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
একপর্যায়ে বিএসএফ সদস্যদের ধাক্কা দিয়ে বাংলাদেশে পালিয়ে আসেন সাইদুল ইসলাম। পরে গ্রামবাসী আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল হামিদ বলেন, 
বিএসএফের পিটুনিতে গুরুতর আহত ওই যুবককে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তার পরিবার জানিয়েছে।

বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম তৌহিদুল আলম জানান, বাংলাদেশিকে আটক করার বিষয়ে বিজিবির পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, জুন ০৩, ২০২২ 
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।