ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জুন ২০২৪, ২৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

গাজীপুরে নকল জুস ও বিভিন্ন শিশুখাদ্য জব্দ, কারখানা সিলগালা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, মে ১২, ২০২৪
গাজীপুরে নকল জুস ও বিভিন্ন শিশুখাদ্য জব্দ, কারখানা সিলগালা 

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন ইটাহাটা এলাকায় নকল শিশুখাদ্য জব্দ ও কারখানা সিলগালা করা হয়েছে।

রোববার (১২ মে) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উৎপাদিত শিশুখাদ্য ও কারখানাটি সিলগালা করেন।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সিদ্দিক জানান, ইটাহাটা এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের পাশে এক ব্যক্তিসহ বিভিন্ন কোম্পানির লোগো সম্বলিত নকল জুস, চিপস, তেলসহ বিভিন্ন শিশুখাদ্য ওই কারখানায় উৎপাদন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ওই কারখানায় অভিযান চালায়। বিষয়টি টের পেয়ে কারখানা কর্তৃপক্ষ আগেই পালিয়ে যায়। পরে বিভিন্ন কোম্পানির লোগো সম্বলিত নকল এক হাজার ৫শ’টি জুস, চিপস, চকলেটের মোড়ক, জুসের খালি বোতল জব্দ করে। এ সময় কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে। নকল পণ্য উৎপাদনকারী চক্রটি দীর্ঘদিন ধরে গোপনে শিশুখাদ্যসহ অন্যান্য খাদ্যসামগ্রী উৎপাদন করে আসছিল বলে জানা গেছে।

এ অভিযানের সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বাসন থানা পুলিশ, ও গোয়েন্দা সংস্থার লোকজন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, মে ১২, ২০২৪
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।