ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

স্ত্রী তালাকনামা পাঠানোয় শাশুড়িকে পিটুনি! 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, জুন ২, ২০২২
স্ত্রী তালাকনামা পাঠানোয় শাশুড়িকে পিটুনি! 

বরিশাল: বরিশালের মুলাদীতে স্ত্রীর কাছ থেকে তালাকনামা পেয়ে শাশুড়িকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে জামাতার বিরুদ্ধে।
 
বুধবার (১ জুন) মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের ডিক্রীরচর গ্রামের প্যাদারহাট এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বুধবার দিনগত রাতে থানায় অভিযোগ দিয়েছেন শ্বশুর।  
 
মারধরের শিকার বিউটি বেগমের স্বামী আতাহার সিকদার জানান, ডিক্রীরচর গ্রামের মৃত মোতাহার সিকদারের ছেলে ইব্রাহিম সিকদারের সঙ্গে ২০ বছর আগে বিয়ে হয় তাদের মেয়ে রুমানা বেগমের। মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত ইব্রাহিমের অত্যাচারে অতিষ্ট হয়ে ৪ বছর আগে বিদেশে পাড়ি জমান রুমানা। দীর্ঘদিনেও স্বামীকে মাদক ব্যবসা ও সেবন থেকে ফেরাতে না পেরে ২ মাস আগে তাকে ডিভোর্স (তালাক) দেন তিনি।  

আতাহার আরও জানান, বুধবার ইব্রাহিম ডিভোর্সের চিঠি হাতে পেয়ে ক্ষিপ্ত হন এবং শ্বশুরবাড়িতে এসে শাশুড়ি বিউটি বেগমকে পিটিয়ে গুরুতর আহত করেন। ওই সময় মাকে রক্ষা করতে গেলে রুবি নামে তাদের আরেক মেয়েকেও পিটিয়ে আহত করা হয়। আহতদের ডাকচিৎকারে আশেপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করে।  

এই ঘটনায় আতাহার সিকদার ইব্রাহিম ও তার মা রেবেকা ভানুর বিরুদ্ধে মুলাদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
 
মুলাদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সমীর কুমার দাস বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, জুন ২, ২০২২
এমএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।