ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

দেশের অগ্রগতি চোখে লাগার মতো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, জুন ১, ২০২২
দেশের অগ্রগতি চোখে লাগার মতো

ফেনী: ফেনী জেলা তথ্য অফিসার রেজাউল রাব্বী মনির বলেছেন, বিগত ১৩ বছরে দেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো সকল ক্ষেত্রেই দেশের অগ্রগতি চোখে লাগার মতো।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। তবে এই উন্নয়ন বৃথা যাবে যদি যৌতুক, বাল্যবিবাহ, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে না পারি। সামাজিক সমস্যা মোকাবিলায় সবাইবে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।  

ফেনী জেলা তথ্য অফিস আয়োজনে  মঙ্গলবার (৩১ মে) দুপুরে ফেনী পৌরসভার ১২নং ওয়ার্ডের মধ্য চাড়িপুরে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে দেশের উন্নয়ন, অগ্রগতি, সাফল্য, অর্জন, প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ও চলমান সামাজিক সমস্যা যথা যৌতুক, বাল্যবিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং, মাদক, জঙ্গীবাদ, গুজব প্রভৃতি মোকাবিলায় করণীয় শীর্ষক উঠান বৈঠকে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা আফিফা সিদ্দিকা, পৌর কৃষক লীগের সভাপতি আবুল বশর। সভাপতিত্ব করেন সাবেক ওয়ার্ড কাউন্সিলর লোকমানুর রহমান ফরাজী।

উঠান বৈঠকে বক্তারা- সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম তুলে ধরার পাশাপাশি সামাজিক সমস্যা মোকাবিলায় করণীয় বিষয়ে আলোচনা করেন। জেলা তথ্য অফিসার প্রধানমন্ত্রীর জনবান্ধব ১০টি বিশেষ উদ্যোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

নিরাপদ খাদ্য কর্মকর্তা- খাদ্যে ভেজাল দেওয়া, পঁচা, বাসি খাবার বিক্রয়কে দণ্ডণীয় অপরাধ উল্লেখ করে, এগুলো থেকে বিরত থাকতে সকলকে অনুরোধ করেন। খাবারের মান বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, জুন ০১, ২০২২
এসএইচডি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।