ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দিনাজপুরের নবাবগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, মে ৩০, ২০২২
দিনাজপুরের নবাবগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

দিনাজপুর: দিনাজপুরের নবাবগঞ্জে খেলার সময় বাড়ির পাশের পুকুরে ডুবে তাসলিমা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ মে) সকাল ১১টার দিকে উপজেলার হরিপুর (মণ্ডবচান) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাসলিমা ওই গ্রামের তারা মণ্ডলের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে খেলা করছিল শিশু তাসলিমা। দীর্ঘক্ষণ দেখতে না পেয়ে তাকে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। একপর্যায়ে স্থানীয় লোকজন পুকুরে নেমে খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে। পরে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাসলিমাকে মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ উপজেলার ৩ নম্বর গোলাপগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান রাশেদুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, মে ৩০, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।