ঢাকা, বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

জাতীয়

ফরিদপুরে মধুমাসে ফল উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, মে ৩০, ২০২২
ফরিদপুরে মধুমাসে ফল উৎসব

ফরিদপুর: ঋতুচক্রে গ্রীষ্ম সবসময়ই রোমাঞ্চকর। এই ঋতুতে রয়েছে নানা স্বাদের ফলের বাহারি সমাহার।

এ সময়ের দেশীয় ফলের স্বাদ আস্বাদন করতে কার না মন চায়? তাই মধুমাসে ফরিদপুরে বর্ণমালা স্কুলের উদ্যোগে আয়োজন করা হয়েছে ফল উৎসবের।

সোমবার (৩০ মে) সকালে জেলা সদরের কানাইপুরে স্কুল প্রাঙ্গণে এ ফল উৎসবের আয়োজন করা হয়।

উৎসবের উদ্বোধন করেন সংস্কার সমাজ কল্যাণ সংঘের সভাপতি সানজানউর রহমত। এ সময় বর্ণমালা স্কুলের পরিচালক জাহিদুল ইসলামের পরিচালনায় স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

ফল উৎসবে আম, কাঁঠাল, তরমুজ, বাঙ্গি, লিচু, জামরুল, পেঁপে, পেয়ারা, কলাসহ প্রায় ১২ রকমের ফল ছিল।

স্কুলের শিক্ষিকা মাহিয়া রহমান মেঘনা শিক্ষার্থীদের ফলগুলোর পরিচিতি ও গুণাবলী সম্পর্কে ধারণা দেন। এরপর ফলগুলো কেটে খাওয়ানো হয়। উৎসবে সঙ্গীত পরিবেশন করেন স্কুলের শিক্ষিকা নুসরাত জাহান ইমু।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, মে ৩০, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।