ঢাকা, বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

জাতীয়

লরি থেকে পড়া সয়াবিন তেল ‘লুট’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, মে ৩০, ২০২২
লরি থেকে পড়া সয়াবিন তেল ‘লুট’

কুমিল্লা: কুমিল্লায় একটি তেলবাহী লরির পেছনের অংশ থেকে তেল পড়ে যাওয়ার খবর পেয়ে গড়িয়ে পড়া সয়াবিন তেল সংগ্রহ করে নিয়ে গেছেন স্থানীয় জনগণ।

রোববার (২৯ মে) সন্ধ্যায় কুমিল্লার চান্দিনা উপজেলার কুরছাপ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. মাসুদ আলম।  

তিনি জানান, দুর্ঘটনা কবলিত লরি সরিয়ে মহাসড়কের পাশে রাখা হয়েছে। বিকল্প ব্যবস্থায় তেল সংরক্ষণের চেষ্টা করা হচ্ছে। তবে চালক ও হেল্পার পালিয়ে গেছেন।  

প্রত্যক্ষদর্শী জুয়েল খন্দকার জানান, চান্দিনা উপজেলায় এলে লরি থেকে তেল পড়তে থাকে। প্রায় ছয়-সাত কিলোমিটার সামনে কুরছাপ এলাকায় গিয়ে চালক টের পান যে গাড়ির ধাক্কায় লরির পেছনের অংশ ফেটে তেল পড়ছে। এরপর চালক ও হেল্পার গাড়ি ফেলে পালিয়ে যান।  এসময় খবর পেয়ে তেল সংগ্রহ করতে ছুটে আসেন শতাধিক স্থানীয় নারী-পুরুষ। কাউকে কাউকে মহাসড়ক থেকেও তেল সংগ্রহ করতে দেখা গেছে।

স্থানীয় ফরেজ আহমেদ জানান, সয়াবিন তেল পড়ে মহাসড়ক পিচ্ছিল হয়ে যাওয়ায় অন্তত চারজন বাইককার পড়ে সামান্য আহত হন।  

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, মে ৩০, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।