ঢাকা, বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

জাতীয়

সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠমিস্ত্রির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, মে ২৮, ২০২২
সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠমিস্ত্রির মৃত্যু

নাটোর: নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিকাশ চন্দ্র (৩৫) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পৌর সদরের চকগোপাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিকাশ উপজেলার খরমকুড়ি গ্রামের উপেন্দ্র নাথের ছেলে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, প্রতিদিনের মতো বিকাশ চন্দ্র তার ফার্নিচারের দোকানে কাজ করছিলেন। এসময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে সহকর্মীরা বিকাশকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৫১৮, মে ২৮, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।