ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খাগড়াছড়িতে থ্রি-হুইলারে অত্যধিক কর আরোপের প্রতিবাদ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, মে ১৮, ২০২২
খাগড়াছড়িতে থ্রি-হুইলারে অত্যধিক কর আরোপের প্রতিবাদ 

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে অত্যধিক পৌরকর আরোপের প্রতিবাদে মানববন্ধন, সমাবেশসহ বিক্ষোভ মিছিল করেছে ‘থ্রি-হুইলার সিএনজি ও মাহেন্দ্র পরিবহন সমন্বয় পরিষদ’।

বুধবার (১৮ মে) সকাল সাড়ে ১০টায় জেলা শহরের ব্যস্ততম এলাকা শাপলা চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচী পালিত হয়।

 

মানববন্ধনে বক্তারা বলেন, থ্রি-হুইলার, সিএনজি অটোরিকশা ও মাহিন্দ্র থেকে পৌর এলাকার তিনটি জায়গায় ২০ টাকা করে ৬০ টাকা পৌরকর প্রতিদিনই আদায় করা হচ্ছে।  

তারা থ্রি-হুইলার, সিএনজি ও মাহেন্দ্র পরিবহনের অতিরিক্ত পৌর টোল কমানোসহ ৬ দফা দাবি উপস্থাপন করেন। এক সপ্তাহের মধ্যে এ দাবি মানা না হলে বৃহত্তর কর্মসুচী ঘোষণা করা হবে বলে জানান তারা।  

মানববন্ধনে বক্তব্য রাখেন থ্রি-হুইলার সিএনজি ও মাহেন্দ্র পরিবহন সমন্বয় পরিষদের আহ্বায়ক সুমিতি রঞ্জন চাকমা, সদস্য সচিব মো. জসিম উদ্দিন, পানছড়ি সিএনজি সমিতির সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, মহালছড়ি সিএনজি ও মাহেন্দ্র সমিতির সাধারণ সম্পাদক আরবেন চাকমা, দিঘীনালা সিএনজি সমিতির সভাপতি দেমাক চাকমা, শাকিন চাকমা ও মো. হাসান প্রমুখ ।

মানববন্ধন শেষে সংগঠনটির নেতারা খাগড়াছড়ি পৌর মেয়রকে একটি স্মারকলিপি দেন।  

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মে ১৮, ২০২২
এডি/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।