ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খাগড়াছড়িতে ১৫ জুন থেকে জনশুমারি ও গৃহগণনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, মে ১৮, ২০২২
খাগড়াছড়িতে ১৫ জুন থেকে জনশুমারি ও গৃহগণনা

খাগড়াছড়ি: খাগড়াছড়ি সদর উপজেলায় আগামী ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত জনশুমারি ও গৃহগণনা চলবে। বুধবার (১৮মে) সকালে এ ব্যাপারে উপজেলা স্থায়ী কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়।

সেখানে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, ‘জনশুমারিতে তথ্যদিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন’- শ্লোগানে আগামী ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আওতায় চলবে সদর উপজেলায় জনশুমারি ও গৃহগণনা।

উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের উদ্যোগে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শানে আলম।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার। শুমারির অন্যান্য সদস্যরাও সভায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ১৮ মে, ২০২২
এডি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।