ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাভারে পোশাক কারখানায় শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, মে ১৫, ২০২২
সাভারে পোশাক কারখানায় শ্রমিকের মৃত্যু প্রতীকী ছবি।

সাভার (ঢাকা): সাভারে একটি তৈরি পোশাক কারখানায় মেশিন সরানোর সময় নিচে পড়ে তারা মিয়া (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (১৫ মে) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন শিল্প পুলিশ-১ এর (সাভার জোন) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কুরবান আলী।

এর আগে শনিবার (১৪ মে) রাতে কাজী আবেদীন টেক্স লিমিটেড নামের কারখানায় এ ঘটনা ঘটে।

নিহত তারা মিয়া সাভারের বনপুকুর এলাকার মো. সিরাজের ছেলে। তিনি ওই কারখানায় অপারেটর হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানায়, রাতে কারখানায় মেশিন সরানোর সময় নিচে পড়ে গুরুতর আহত হন তারা মিয়া। তাকে উদ্ধার করে এনাম মেডিক্যাল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এএসআই কুরবান আলী বাংলানিউজকে বলেন, শনিবার রাতে কারখানায় আহত হন ওই শ্রমিক। পরে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, মে ১৫, ২০২২
এসএফ/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।