ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

কুসিকের প্রশাসকের দায়িত্ব পালন করবেন ড. সফিকুল 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, মে ১৪, ২০২২
কুসিকের প্রশাসকের দায়িত্ব পালন করবেন ড. সফিকুল  ড. সফিকুল ইসলাম

কুমিল্লা: আগামী সোমবার (১৬ মে) কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) বর্তমান মেয়র মনিরুল হক সাক্কুর মেয়াদ শেষ হচ্ছে। মেয়রের মেয়াদ শেষ হওয়ার পরদিন ১৭ মে থেকে কুসিকের প্রশাসকের দায়িত্ব পালন করবেন ড. সফিকুল ইসলাম।

তিনি (ড. সফিকুল) কুসিকের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ শামছুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কথা উল্লেখ করা হয়।  

অফিসে আদেশ থেকে জানা গেছে, নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক ইতোমধ্যে কুসিকের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচিত মেয়র দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত কুসিকের সব প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রধান নির্বাহী কর্মকর্তার ওপর ন্যস্ত করা হলো।

এ বিষয়ে কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, অফিস আদেশ হাতে পেয়েছি। সবার সহযোগিতায় অর্পিত দায়িত্ব পালনের লক্ষ্যে কাজ করে যাবো।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মে ১৪, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।